মৌলভীবাজার-৪: আবদুস শহীদ আস্থা আ’লীগের

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ। তিনি সংসদের আওয়ামী লীগের দলীয় এবং বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বও পালন করেন।

বর্তমানে তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি ইতিমধ্যে বিগত দিনের উন্নয়ন নিয়ে ও নৌকায় ভোট প্রার্থনা করে মাঠ পর্যায় কাজ শুরু করেছেন।

তিনি বিভিন্ন ইউনিয়ন ও চা বাগানগুলোতে বিরামহীন গণসংযোগ করছেন। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আছিদ আলী জানান, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ও গণসংযোগে এগিয়ে আছেন তিনি।

আবদুস শহীদই এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শ্রী ভানু লাল রায় জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সন্ত্রাস, উন্নয়নের রূপকার হিসেবে উপাধ্যক্ষ আবদুস শহীদের কোনো বিকল্প নেই।

শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজুল জানান, এই অঞ্চলের তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে বর্তমান এমপির গভীর সম্পর্ক রয়েছে।

তাছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় তার কোনো বিকল্প নেই বলে তিনি জানান। আবদুস শহীদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমার নির্বাচনী দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ২৮ বছর ধরে অবিরাম কাজ করে যাচ্ছি। অনেক স্কুল-কলেজর নতুন ভবন তৈরি করা হয়েছে। ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠির স্বার্থ রক্ষায় সচেষ্ট থেকেছি।

তার পরেও অনেক প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। শ্রীমঙ্গল একটি পর্যটন এলাকা, এখানে শিগগিরই সরকারের পর্যটন সম্পৃক্ত সব প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমার প্রচেষ্টায় শমসেরনগর বিমানবন্দর চালু করতে সরকার ইতিমধ্যেই কার্যক্রম হাতে নিয়েছেন।

এ বিমানবন্দর চালু হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রবাসী এবং স্থানীয়রা খুব সহজেই কম সময়ের ভেতরে আসা-যাওয়া করতে পারবে বলে জানান। মননোয়নের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক নির্বাচনী ম্যানুফেস্টু বাস্তবায়নে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যে নির্দেশনা সব কর্মকাণ্ড জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূল থেকে শুরু করে সর্বত্র কাজ করে যাচ্ছি।

অনেকে সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারেন। সিদ্ধান্ত দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মনোনয়ন বোর্ড। আবারও মনোনয়ন দিলে এবং তিনি নির্বাচিত হলে এই জনপদের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড শেষ করবেন।

এ বিভাগের অন্যান্য