বনফুল: মো.মিজাহারুল ইসলাম

 

 

বনফুল
মোঃ মিজাহারুল ইসলাম

হাটছে পথিক সবুজ গাঁয়ে
বইছে হিমেল হাওয়া,
ফুলে ফুলে দুলছে সবুজ,
নানান ফুলে ছাওয়া।

ফুলের বনে উড়ছে পাখি
গাইছে মধুর গান,
শুনছে পথিক বাঁশির সুর,
কাঁপছে বনের প্রাণ।

সন্ধ্যা নামে সবুজ বনে
হাজার জোনাক জ্বলে,
আসমানের ঐ তারা গুলো,
লুটায় বনের ফুলে।

ফুলে ফুলে জ্বলছে তারা
অবাক পথিক দিশেহারা!
এমন কাণ্ড ঘটায় কারা?
বনফুলে জ্বালায় তারা!

ফুলে ফুলে তারার চড়ন
বনো ফুলের বোঁটায়,
ফুলে তারায় অবাক মিলন!
ফেরেশতারা’ই ঘটায়

 

এ বিভাগের অন্যান্য