সিলেটের সময় ডট কম, প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৮, ৬:০২:৩৭ অপরাহ্ণ
শেয়ার
মিসবাহ উদ্দিন:
বিয়ানীবাজারের জলঢুপ-কানলী সড়কে দুর্ঘটনায় পড়ে বড়লেখার শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল এলাকার সাবেক মেম্বার নিহত হয়েছেন। সড়কের পাশাপাশি স্থানে মৃত দেহ ও মোটর সাইকেল পড়ে রয়েছে। আজ বুধবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। নিহত ব্যক্তির নাম ফখর উদ্দিন (৭০)।
জানা যায়, বিয়ানীবাজারের জলঢুপ-কানলী সড়কের বড়বাড়ি এলাকায় এক বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশের এসআই মহসিন ঘটনাস্থলে গিয়ে মৃত দেহের সুরত হাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। স্থানীয়দের ধারণা, কোন অটোরিক্সার সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে নিহত হন। তার মাথায় আঘাত লেগেছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্থ মোটর সাইকেলে সামনের অংশে সবুজ রঙ লেগে আছে। এতে স্থানীয়রা ধারণা করছেন- মোটর সাইকেলটি অটোরিক্সা (সিএনজি)র সাথে ধাক্কা লাগে।
ঘটনার খবর পেয়ে বড়লেখা থেকে নিহত ফখর উদ্দিনের স্বজনরা ছুটে এসে মৃত দেহ সনাক্ত করেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও এস আই মহসিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে।