২১ আগস্ট গ্রেনেড মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে আওয়ামীলীগের আনন্দ মিছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।এর আগে রায় ঘোষণার আগে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে জড়ো হন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরে দলীয় কার্যালয় থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংঘটনের নেতাকর্মীরা। রায় ঘোষণার পর সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ কোর্ট পয়েন্টে একটি সমাবেশ করে। এ রায়ের কারণে সিলেটে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।