দিরাইয়ে আ.লীগের প্রতিনিধি সম্মেলন আজ ব্যপক প্রস্তুতি

  • ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর পরিবর্তনের  প্রত্যাশায় দিরাইয়ে আ.লীগের প্রতিনিধি সম্মেলন আজ  ৮ অক্টোবর অনুষ্টিত হবে। আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আজ ৮ অক্টোবর, নির্ববাচন কে সামনে রেখে দিরাইয়ে প্রতিনিধি

সম্ললনের ডাক দিয়েছিল তৃণমূল আওয়ামী লীগ।  এদিকে গত শনিবার রাতে দিরাই উপজেলা পরিষদ ডাক বাংলোয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য, দিরাই-শাল্লায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, দিরাই উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া, মকসুদ আলম, কলিম উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা শাহীন মিয়া, কৃষকলীগ নেতা স্বপন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমদ, ছাত্রলীগ নেতা রুহুল আমিন শুভ, জাবেদ হাসান, রিফাত চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে সরকারের উন্নয়ন ত্বরান্বিত হলেও যোগ্য নেতৃত্বের অভাবে দিরাই-শাল্লা আজও অবহেলিত। উপজেলার পদধারী নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, তারা নিজের আখের গোছাতে ব্যস্ত, দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। তাদের কারণে তৃণমূল নেতা-কর্মীরা আজ হতাশ। তাই দলে যোগ্য নেতৃত্বের বিকাশ ঘটাতে আমরা এ সম্মেলনের ডাক দিয়েছি।

এ বিভাগের অন্যান্য