ইটালীর সর্ব বৃহৎ রাজনৈতিক দল (পি ডি) এর সভা অনুষ্টিত


আজ শনিবার ৬ই অক্টোবর সকাল ১১টার সময় রাজধানী রোমের Auditorium Seraphicum থিয়েটারে Pensa Solidale নামে সভা অনুষ্টিত হয়, এতে প্রধান অতিথী ছিলেন Paolo Gentiloni
বিশেষ অতিথি ছিলেন Andrea Riccadi
Paolo Ciani,Mario Giro এসময় অতিথীবৃন্দ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনীর নতুন আইনের সমালোচনা করে বলেন ইটালী এমন রাষ্ট্র যেখানে আমরা চাই ইটালীয়ানদের পাশাপাশি বিদেশী শ্রমিক এবং যারা ইমিগ্রেন্ট ইটালীয়ান নাগরিক সবার সমঅধিকার থাকতে হবে ইটালীতে জন্মগত সকল শিশুদের সমান সুযোগ সুবিধা দিতে হবে,হউক ইটালীয়ান নাগরিক বা ইমিগ্রেন্ট, দুপুর ২টা বাজে শুরু হয় ২য় পর্ব এতে সকল দেশের ১জন করে প্রতিনিধি মুল অনুষ্টানে অংশগ্রহন করে,বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন সিলেটী বংশভত্ব ইটালীয়ান নাগরিক জালালাবাদ এসোসিয়েশন ইটালীর সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ,তিনি তার বক্তব্যকালে ইটালী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,উদাহরন সরুপ ইউ কে,জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশের নিয়মিত আইনের কথা বলেন যুক্তি দিয়ে,এসময় সিনিয়র অতিথীবৃন্দ ছাড়াও হল ভর্তি হাজারো সাধারন দর্শক করতালী দিয়ে তার বক্তব্যকে সমর্তন জানান,এম ডি আব্দুল ওয়াদুদের নেতৃত্ত্বে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইটালীর সভাপতিঃঅলিউদ্দিন শামীম,সহসভাপতি মাহবুবুল কাদির ওয়েছ,মোঃ আফজাল আহমেদ,সদস্য মিনহাজ হোসেন,সহ অন্যান্য নেতৃবৃন্দগন,

এ বিভাগের অন্যান্য