প্রধান নির্বাচন কমিশনারের সিলেট সফর কর্মসূচি শুক্রবার
সিলেট ও সুনামগঞ্জে দু’দিনের সফরে আসছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আগামীকাল শুক্রবার সিলেট পৌঁছে বিকেল ৪টায় সিলেটে অনুষ্ঠেয় জেলা উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন করবেন। পরদিন শনিবার সকাল ১০ টায় তিনি সুনামগঞ্জ যাবেন। বিকেল ৩ টায় সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগদান করবেন। প্রধান নির্বাচন কমিশনার রোববার সকাল সাড়ে ১ টার দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।