দক্ষিণ সুরমায় ৭ মাদকসেবীর কারাদণ্ড
সিলেটের দক্ষিণ সুরমায় ৭ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় ।
র্যা ব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবা; বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- কিসমত আলী (৩৫), কবির (২২), মোঃ আরিফ হোসেন (২০), আলী মিয়া (৩২), ইসলাম উদ্দিন (২০), মোঃ সোহেল (৩০) ও মোঃ জসিম (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করে মাদকসেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে র্যা বের পক্ষে নেতৃত্ব দেন এএসপি নাহিদ হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।