গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে
গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে সকালে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে এখন পর্যন্ত পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।
পৌর এলাকার ৯নং ওয়ার্ডের সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। গোলাপগঞ্জে মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে।
সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে এ কেন্দ্র ঘুরে ভোটারদের ভোট দিতে আসতে দেখা গেছে। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। এ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে।
কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। কেন্দ্রে প্রবেশের সময় গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের স্লিপ দেখে তাদের ভেতরে প্রবেশ এবং নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন। এছাড়া ভোটারদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ করেন তারা।
পৌর এলাকার বিভিন্ন রাস্তায় রাস্তায় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে।
প্রসঙ্গত, বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের ৩টি স্ট্রাইকিং ফোর্স, একটি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যের ৪টি চৌকস দল মাঠে সার্বক্ষণিক একযোগে কাজ করছেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, নির্বাচনে এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
উল্লেখ্য, সর্বশেষ গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। এ নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।