প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদানসহ তার সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এ জন্য দেশের রাজনীতিতে কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই এবারের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও বিশেষ গুরুত্ব বহন করছে।