অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে কুশিয়ারা লায়ন্স ক্লাবের স্বেচ্ছায় রক্তদান
অক্টোবর সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে কুশিয়ারা লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের চৌহাট্টাস্থ মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন হারুন আল রশিদ দিপু, লায়ন সামসুল আলম খান সাজু, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, লায়ন মাছুম আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মেহেদী কাবুল, লায়ন অজিত কুমার ভট্টাচার্য্য, লায়ন ফয়েজ আহমদ চৌধুরী রিপন, সিলেট জেলা পরিষদ সদস্য মো: ইমাদ উদ্দিন চৌধুরী, মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা: মোহাম্মদ আবু ছালেহ খান, প্রোগ্রাম অফিসার কমল পদ পাল প্রমুখ।