গোলাপগঞ্জ পৌরসভার উপ নির্বাচন
গোলাপগঞ্জ পৌরসভার উপ নির্বাচনের প্রচারাণার শেষ দিনে গোলাপগঞ্জ পৌরসদর ছিল প্রার্থীদের মিছিলে মিছিলে মুখরিত। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে পৃথক পৃথক ভাবে ৩ মেয়র প্রার্থীরা বিশাল আকারে মিছিলে শোডাউন ও শেষ নির্বাচনী জনসভার মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারানা শেষ করেছেন। গতকাল সোমবার মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল), মহিউছসুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) এ ৩ প্রার্থী গোলাপগঞ্জ পৌরশহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক ভাবে বিশাল আকারে মিছিল করেন এবং পৃথক স্থানে শেষ নির্বাচনী সভা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা প্রদান করতে কড়া সতর্ক অবস্থায় ছিলেন।
গোলাপগঞ্জ পৌর সভার উপ নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কে হচ্ছেন গোলাপগঞ্জ পৌরসভার অভিবাবক এ আলোচনা পৌরবাসীর মুখে মুখে থাকলেও এবারের নির্বাচনে মুলত ত্রিমূখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপ নির্বাচনে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল), মহিউছসুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল (জগ) এ তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, পৌরসভার ফুলবাড়ী এলাকার ৩টি ওয়ার্ডে সম্মিলীত হয়ে মেয়র প্রার্থী নির্বাচন করেছেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও জেলা বিএনপির নেতা মহিউছসুন্নাহ চৌধুরী নার্জিসকে। ওই এলাকার তৃণমুলের ভোটাররা মরিয়া উঠছেন তাদের এলাকার প্রার্থীকে মেয়র নির্বাচিত করতে।
একই ভাবে রণকেলী এলাকার তৃণমুল পর্যায়ের ভোটাররাও কোমর বেঁধে মাঠে নেমেছেন তাদের এলাকায় প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনকে মেয়র নির্বাচিত করতে।
মূলত এবারের পৌরসভার উপ নির্বাচনে আদিপত্য বিস্তার করতে ও নিজ নিজ এলাকায় মেয়র প্রার্থীকে বহাল রাখতে দলমত নির্বিশেষে নির্বাচনী মাঠে রয়েছেন নিজ নিজ প্রার্থীর সমর্থকরা।
আগামীকাল বুধবার গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ পৌরসভার প্রায় সাড়ে ২১ হাজার ভোটার তাদের ভোট প্রদান করবেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যস্যরা, বিজিবি ও সাদা পোশাকদারি বাহিনীরা মাঠে রয়েছেন।
গোলাপগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনে মোট ২১হাজার ৬শ ৩২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর তাদের ভোটাধিকারের মাধ্যমেই ওইদিন নির্ধারিত হবে বিজয়ের মাল্য কার গলায় উঠেছে। এ পৌরসভায় মোট ২১হাজার ৬শ ৩২জন ভোটারের মধ্যে পুরুষ ১০হাজার ৯শ ৫৮জন এবং মহিলা ১০হাজার ৬শ ৭৪জন রয়েছেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার ভোট কেন্দ্র ৯টি, তন্মধ্যে ১নং ভোটকেন্দ্র গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজে মোট ভোটার ২১শ ৯৬জন। ২নং ভোটকন্দ্র ২নং ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩শ ৮৫জন। ৩নং ভোটকেন্দ্র ঘোষঁগাও মাদ্রাসায় ১৭শ ৪২জন। ৪নং ভোটকেন্দ্র জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১শ ৮৪জন। ৫নং ভোটকেন্দ্র দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫শ ৬৯জন। ৬নং ভোটকেন্দ্র ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫শ ৮৯জন। ৭নং ভোটকেন্দ্র রণকেলী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮শ ৫১জন। ৮নং ভোটকেন্দ্র কোয়ালিটি স্কুল উপজেলা কমপ্লেক্সে ২৬শ ৮জন। ৯নং ভোটকেন্দ্র সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫শ ৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।