শুভ্র শরৎ আকাশ

শরৎ শুভ্র আকাশ
মোঃ মিজাহারুল ইসলাম

আকাশ মাঝে শূন্যের ভরে
ছড়িয়ে শিমুল তুলা,
কে বা এমন আপন করে
গাঁথে মেঘের মালা।

কাশবনের’ই কাশফুল আজ
সারা আকাশ পানে,
কার বা এমন নিখুঁত কাজ,
তাকাই মুগ্ধ মনে।

শত শত মেঘের পাহাড়
শূন্যের উপর ভাসে,
কিসের হেতু সৃষ্টি তাহার,
রহস্য তার কিসে?

আকাশ ভেঙে কান্না ঝরে
পড়ে মাটির বুকে,
কে বা এমন কাদের তরে,
কাঁদে অন্যের সুখে।

সাদা মেঘ আর কাশফুল
এরাই শরৎ আনে?
কে বা এমন করবে ভুল?
শুভ্র শরৎ মানে!

 

এ বিভাগের অন্যান্য