সুনামগঞ্জে জাতীয় পাটির নির্বাচনী সমাবেশে প্রার্থী ঘোষণা করলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ বলেছেন, এই সরকারের আমলে দেশে গুম খুন সন্ত্রাস ও মাদক বাড়ছে। এই অবস্থায় মানুষ এখন পরিবর্তন চায়। তাই জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী হাই স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।এসময় এরশাদ তার বক্তব্যে বলেন, তার দল ক্ষমতার এলে একটি মানুষও মরবেনা।জাতীয় পার্টি প্রধান বলেন, এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ঢালাওভাবে মামলা দিয়ে প্রতিহিংসার রাজনীতি চালু করেছে, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা হবে। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, অতীতে আমি যখন নির্বাচন করেছিলাম তখন সিলেট থেকে আটটি আসন পেয়েছিলাম। এবার আরও বেশি চাই। লাঙ্গল আপনাদের মার্কা, আমি আশাবাদি এ আসনে আপনারা মিছবাহকে বিপুল ভোটে জয়ী করবেন। আমি ভেবেছিলাম এমন প্রখর রোদে তেমন লোক সমাগম হবে না। কিন্তু এ বড় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। বক্তব্যের শুরুতেই তিনি সুনামগঞ্জ-৪ আসনে এড. পীর ফজলুর রহমান মিসবাহকে ৩০০ আসনের মধ্যে জাতীয় পার্টির প্রথম প্রার্থী হিসেবেঘোষণা করেন।সম্মেলনে এছাড়াও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মিসবাহ, সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য