মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান আর নেই
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের জানাজার নামাজ আজ (রবিবার) বাদ জোহর হজরত শাহ জালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
পরে শাহ আজিজের গ্রামের বাড়ি ওসমানীনগর উপজেলার নিজ গ্রাম খুজগীপুর নিয়ে যাওয়া হবে।
সেখানে বাদ আসর খুজগীপুর মানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিলাহি…..রাজিউন)।
তিনি গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।