বাউল শাহ আব্দুল করিম ছিলেন ভাটি-বাংলার ক্ষনজন্মা পুরুষ”

সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ভাটির সু-সন্তান বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ৯ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ১২ সেপ্টেম্বর বুধবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাউল শাহ আব্দুল করিম ছিলেন ভাটি বাংলার ক্ষনজন্মা পুরুষ। সভায় বক্তারা শাহ আব্দুল করিমের জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং তাঁর এ স্মৃতিকর্ম ধরে রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবুল হাসান পাবেল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আফজাল, এম.সি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি এনামুল হক লিলু, বঙ্গবন্ধু জাতীয় পরিষদের কেন্দ্রীয় সদস্য গোপাল চন্দ্র শাওন, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, সুরমা ভিউ২৪ডটকম এর সম্পাদক এমদাদুল হক সোহাগ, উপদেষ্টা আবু ছালিম, নূর হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন চৌধুরী, ইমন চৌধুরী, রোবায়েল আহমেদ শাকিল, সুরঞ্জিত তালুকদার, জাবেদ আহমদ, হাবিব তালুকদার, সুমন মিয়া, মেনন রহমান তালুকদার, তাপস সূত্রধর, হাবিবুল ইসলাম, তোফায়েল আহমেদ, এনামুল হক, রাহুল চন্দ্র দাস, শাখাওয়াত শাহীদ, শাহজাহান মিয়া, অরূপ ব্রহ্মচারী, আজাদ মোবারক, শাহ আলম রনি, আমির হোসেন রনি, হুসাইন আহমেদ রুমন, ঝুমান মিয়া, শাকিল আহমদ, হাসান আহমদ, দেলোয়ার রহমান মিশু, মাহমুব আলম, সুজিত দাস, শফিকুল ইসলাম, সানজব আলী, মজহারুল ইসলাম তারেক, কামরুল হাসান, এম ইমরান হোসেন, নিলু দাস, সজিব ভৌমিক, দিপেন, পলাশ, অভি রায়, তুহিন তাং, মিঠু দাস, ইমন আহমদ, ফাহিম খান, সালমান, নয়ন তালুকদার, রুপম মজুমদার, রাজিব, প্রদীপ দাস, অভিনাস, সুরঞ্জন দাস, জয়ন্ত সামন্ত, সুজন দাস, মেহেদী হাসান শাওন, বিজিত সামন্ত, আহসান হাবীব প্রমুখ

এ বিভাগের অন্যান্য