“শেখ হাসিনা ” রুবেল কিবরিয়া
মমতাময়ী নেত্রী তুমি,
তুমি সবার প্রান
তুমার জন্য হাসি মুখে,
দিতে পারি জান।
গরিব দুঃখীর জন্য
তুমি, দিয়েছ তুমার সব,
স্বর্ণযুগে থাকবে তুমি,
প্রিয় এক অভিনব।
ছাত্র-ছাত্রীর জন্য তুমি, আদর্শ এক মা,
মঙলের জন্য করতে পার,
আমরা চাইব যা।
ইতিহাসের পাতায় তুমি,
রবে চিরকাল,
উন্নয়নের জোয়ার তুমার,
থাকবে যে বহাল।
গুনের কথা বলতে গেলে,
হবেনা কবু শেষ, চালিয়ে যাও
কর্মকান্ড পিছে আছে দেশ।