শাবিতে ভর্তি বিড়ম্বনায় হাজার হাজার শিক্ষার্থী, ব্রাউজার হ্যাং
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিড়ম্বনায় পড়েছেন হাজার হাজার শিক্ষার্থী। ব্রাউজার হ্যাং হয়ে থাকায় আবেদন করতে পারছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবেদন শুরুর প্রক্রিয়া ঠিকমতো চালু করতে পারছে না। ফলে আবেদন শুরুর পঞ্চম দিনে এসেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে ২০১৮-১৯ সেশনে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থীকে। খোদ ভর্তি কমিটির সদস্য সচিবই জটিলতার কথা স্বীকার করেছেন। তিনি নিজেও নাকি ব্রাউজ করতে পারছেন না।
জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর থেকে শুরু করার কথা থাকলেও তা চালু হতে অন্তত ছয় ঘণ্টা দেরি হয়। এর আগের বছরগুলোতে টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবার নিজেদের ব্যবস্থায় ভর্তি আবেদন প্রক্রিয়া চালু করে ভর্তি কমিটি।
তবে একটি অসম্পূর্ণ ও জটিল ভর্তি আবেদন প্রক্রিয়া দিয়ে শুরু করায় প্রথম দিন থেকে ভোগান্তিতে পড়ে ভর্তিচ্ছুরা। ছয় ঘণ্টা দেরিতে শুরু হওয়ার পরও বাকি চার দিনে অন্তত ১৬ ঘণ্টা ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ থাকে।
এবার নিজেদের ওয়েবসাইটে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানালেও বেশিরভাগ সময়ই ওয়েবসাইটটিতে বিভিন্ন ব্রাউজার থেকে ঢোকা যাচ্ছিল না।
এ ছাড়া ভর্তি আবেদনের ফি পরিশোধের প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল বলে মনে করছেন বেশ কজন আবেদনকারী। শুধু ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ে ম্যানুয়ালি ফি জমা দেয়া যায় এবারের ভর্তি আবেদনে।
স্বয়ংক্রিয় কোনো অপশন কিংবা বিকাশসহ অন্যান্য সহজলভ্য মোবাইল ব্যাংকিং অপারেটরের মাধ্যমে টাকা জমা দেয়ার কোনো সুযোগ নেই। ফলে এবারের ভর্তি আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা অধিক বেশি।
ভর্তি কমিটির সদস্য সচিব এসোসিয়েট প্রফেসর জহির উদ্দিন আহমেদ বলেন, ওয়েবসাইটটির সমস্যা সমাধান করার চেষ্টা চলছে। তিনি নিজেও ব্রাউজার থেকে ঢুকতে পারেননি বলে জানান। অন্যদিকে বিকাশের সঙ্গে ভর্তি আবেদন ফি জমা দেয়ার বিষয়েও তারা শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এবারের ভর্তি আবেদন চলবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu/ এ ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ওই ওয়েবসাইট হ্যাং হয়ে থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভর্তিচ্ছুদের।