ডিসি অফিসের সামনের হকার উচ্ছেদ, জরিমানা
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসা হকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় হকারদের উচ্ছেদ করার পাশাপাশি অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসা হকার আবুল কালামকে ২ হাজার, হাসান আলী ও রুমান আহমদকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অজ্ঞাত আরেক ব্যবসায়ী অভিযানের খবর পেয়ে পালিয়ে গেলে তার মালামাল জব্দ করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, নগর ভবনের সামনে ও সার্কিট হাউজ বাংলোর সামনে বসে ব্যবসা পরিচালনা করা যাবে না বলে নির্দেশ প্রদান করেন।
অভিযানকালে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।