বিভিন্ন মহলের ঈদ শুভেচ্ছা

বিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন মহলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তারা ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানীর শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র ইসমাঈল (আঃ)কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন । তিনি আল্লাহর কাছে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মানবজাতির জন্য ত্যাগ ও কোরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সেই ত্যাগের বার্তা নিয়ে ফিরে এসেছে কোরবানীর ঈদ। জীবনে এই ত্যাগের শিক্ষাকে প্রতিফলনের মাধ্যমে আমাদের পথ চলতে হবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরীর নাগরিকদের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি নগরবাসীকে জানাই ঈদ মোবারক। সেই সাথে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সহযোগিতার আহ্বান জানাই।
মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা সকলের জন্য বয়ে আনুক সুখ ও শান্তি। তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণ সহ সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
কেয়া চৌধুরী এমপি ঃ সিলেট ও হবিগঞ্জের দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট ও হবিগঞ্জবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। সেই সাথে যুদ্ধাপরাধী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের বাকী খুনীদের ফাঁসি দিয়ে জাতিকে পূর্ণ কলংক মুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মিসবাহ উদ্দিন সিরাজ ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতা কর্মীসহ সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, হযরত ইব্রাহীম(আ:) আল্লাহর কাছে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানবজাতির জন্য ত্যাগ ও কোরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সেই ত্যাগের বার্তা নিয়ে ফিরে এসেছে কোরবানীর ঈদ। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ত্যাগের শিক্ষাকে প্রতিফলনের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
বদর উদ্দিন আহমদ কামরান ঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।
ত্যাগ কোরবানী আর ভালোবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা। ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সম্প্রীতি ও সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেট সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযহার শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্ল¬াহর রহমত কামনা করেন।
আলহাজ্ব এম এ হক ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ হক সিলেট-৩ আসনের সর্বস্তরের জনগণসহ সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর শিক্ষা দেয়। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বার্তায় তিনি কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সৈয়দা জেবুন্নেছা হক ঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রিয় সহ সভানেত্রী সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতা কর্মীসহ সিলেট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সম্প্রীতি ও সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেট সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযহার ত্যাগ ও কোরবানীর শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
শফিক চৌধুরী ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরবাসী ও সিলেটের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
ড. মো: এনামুল হক চৌধুরী ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট তথা দেশবাসীকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মো: এনামুল হক চৌধুরী।
সিলেট জেলা বিএনপি ঃ সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন, ত্যাগের বার্তা নিয়ে ফিরে এসেছে ঈদুল আযহা কোরবানীর ঈদ। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ত্যাগের শিক্ষাকে প্রতিফলনের মাধ্যমে এগিয়ে যেতে হয়ে। পবিত্র ঈদুল আযহার এই দিনে কারাগারে বন্দি রয়েছেন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যার ফলে জাতীয়তাবাদী শক্তির পরিবারে নেই ঈদের আমেজ।
পবিত্র ঈদুল আযহা সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি। ঈদুল আযহার ত্যাগ ও কোরবানীর শিক্ষা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হিংসাত্মক রাজনীতি পরিহারের জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ॥ সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিলেট-১ আসনের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপি ঃ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীর সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সহযোগিতায় বিত্তবানদের হাত প্রসারিত করার মাধ্যমে ঈদ আনন্দে সবাইকে শামিল করা সম্ভব।
সিলেট চেম্বার ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সকল সদস্য, সর্বস্তরের ব্যবসায়ী, জনসাধারণ ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
এক শুভেচ্ছাবার্তায় চেম্বারের পক্ষে সভাপতি বলেন, ঈদুল আযহা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আল্লাহ্র নৈকট্য লাভের একটি মাধ্যম। তিনি সকলকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আল্লাহ্র নৈকট্য লাভের পাশাপাশি সমাজের গরীব-দুঃখী মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি ব্যবসায়ী ও জনসাধারণকে ঈদুল আযহার পবিত্রতা রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।
সিলেট মহানগর জামায়াত : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মহাত্ম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলাম বিদ্বেষী সকল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এই প্রেরণা একদিকে আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। অন্যদিকে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করে জুলুম, শোষণ, দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে।
মো. মুনতাসির আলী ॥ মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাসির আলী। তিনি সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগ ও কোরবানীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এই শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য