ইমতিয়াজ কামরান তালুকদার কে বিভিন্ন সামাজিক সংগঠনের সংবর্ধনা

তরুণ নাট্যকার ও অভিনেতা মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার কে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয় সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ,তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মেধাবী নাট্যকার ও অভিনেতা মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার কে ইউরোপ সফর শেষে স্বদেশ আগমন উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে  সংবর্ধনা দেওয়া হয়। প্রায় 20 টি সংগঠনের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়।গণ সংবর্ধনা অনুষ্ঠানে কালে তিনি বক্তব্য বলেন সবার দোয়া এবং ভালবাসা চাই আমি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁতে চাই।তিনি বলেন থিয়েটার কে ভালোবাসুন আরো থিয়েটার মুখী হোন,শুধুমাত্র বিনোদন নয়, এই ভয়ংকর সময়ের প্রতিফলন হোক আমাদের সৃজনের মাধ্যমে।সমাজের কল্যাণ হোক সুস্থ্য সাংস্কৃতিক চর্চাই হোক আগামীর প্রজন্মের উত্তরণের বাহক।প্রজন্মের সঙ্গে প্রজন্মের, সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির প্রাণের এ মেলাকে সবুজ-প্রাণবন্ত করে তারুণ্য। এতেই গড়ে ওঠে আগামীর সাংস্কৃতিক নেতৃত্ব।সাংস্কৃতিক নেতৃত্ব তৈরির এ মেলায় বরাবরের মতোই প্রকাশ হয়েছে প্রজন্মের প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ।আমরা সংস্কৃতি পাড়ার মানুষ,শিল্প সংস্কৃতিকে ভালবাসি।বাংলাদেশের এর নাটক দেখার জন্য সিলেটের সকল দর্শককে আহবান জানান।তিনি ইউরোপ সফর শেষে স্বদেশ ফিরেন। উল্লেখ্য এর আগে মেধাবী নাট্যকার ও অভিনেতা ভারত ও নেপাল সফর করেন।সিলেটের বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ তার শুভাকাংখীরা ফুলেল সংবর্ধনা জানান। উক্ত  সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আলোছায়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ আলমগীর কবির ছালেক, সিলেট যুব ফোরাম এর সভাপতি মোঃ আল-আমিন, ফ্রিডম আবৃতি পরিষদের সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া,সিলেট ফ্রিডম ক্লাবের সহ সভাপতি মোঃ ছালেহ আহমদ শান্ত, দেশ থিয়েটার সিলেট সভাপতি মো কামাল আহমদ দূর্জয়,ড্যান্স একাডেমি সিলেট সভাপতি জিয়া,স্টুডেন্টস ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি মারুফ আহমেদ,সোনালী এসোসিয়েশনের সভাপতি আমীর উদ্দিন তালুকদার,আঞ্চলিক মানব উন্নয়ন কেন্দ্রের সভাপতি ফরিদ উদ্দিন,যুব পরিষদের সভাপতি রফিকুল ইসলাম,জামাল ফাউন্ডেশন সভাপতি হাসান আহমদ।বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন ফরহাদ , মারুফ আহমেদ,শাহরিয়ার .আজিজ রাহি, তাজবির চৌধুরী প্রমুখ।এতে সিলেটের বিভিন্ন সামাজিক প্রায় বিশ টি সংগঠনের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়,অনুষ্ঠানে নাট্য কর্মী, সংস্কৃতি কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য