সিলেট আওয়ামী লীগের শোকসভা ২৯ আগস্ট
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৯ আগস্ট বুধবার বিকাল ২টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রোববার (১৯ আগস্ট) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সন্ধ্যায় ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাসুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ এডভোকেট, আব্দুল খালিক, নিজাম উদ্দিন এডভোকেট, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, নাসির উদ্দিন খান, হুমায়ূন ইসলাম, শফিউল আলম নাদেল, শাহ মোশাহিদ আলী, নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, মোহাম্মদ আলী দুলাল, জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রিন্স সদরুজ্জামান, বিধান কুমার সাহা প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।