সিলেট নগরীর যে ৩২ স্থানে হবে কোরবানি
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নগরীর ২৭টি ওয়ার্ডে ৩২টি কোরবানি পশু জবাই করার স্থান নির্ধারণ করেছে। যত্রতত্র কোরবানির পশু জবাই করার বদলে নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি করতে হবে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় ৩২টি স্থান নির্ধারণ করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা হানিফুর রহমান জানান, কোরবানি দাতাগণকে সর্বাত্মক সহযোগিতা করতে সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করার লক্ষ্যে নির্ধারিত স্থানে পবিত্র ঈদ-উল-আযহা’র দিনসহ পরবর্তী ২ দিন কোরবানি করার লক্ষ্যে পশু জবাই করার সময়ে সিসিক’র কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত থাকবেন।
সিলেট নগরীর ১ নং ওয়ার্ডের কোরবানি পশু জবাই করার স্থান গুলো হলো অর্ণব ৩০ মীরের ময়দান। ২নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, মেঘনা এ/২৪ দাড়িয়াপাড়া। ৩নং ওয়ার্ডের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলোনী মাঠ। ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারী কলোনী মাঠ, ৫নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, বাসা নং ৬৯, আম্বরখানা বড় বাজার রোড, ৬নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, চৌকিদেখী, এয়ারপোর্ট রোড। ৭নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, ১০৯ ঐক্যতান পশ্চিম পীর মহল্লা। ৮নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, কালিবাড়ি রোড ও বিরেশ চন্দ্র স্কুল রোড, ইলাছুর রহমান এর বাসা সংলগ্ন। ৯নং ওয়ার্ডের জবাইখানা, এতিম স্কুল রোড, বাগবাড়ী। ১০নং ওয়ার্ডের কলাপাড়া ওয়ার্কসপের মাঠ ঘাসিটুলা ও নবাব রোড, পিডিবি স্কুল মাঠ।
১১নং ওয়ার্ডের লালদিঘীর পাড় বালুর মাঠ। ১২নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, পুরাতন পাসপোর্ট অফিসের নিকট, শেখঘাট রোড। ১৩নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, সুগন্ধা-৬০, ছড়ারপার রোড। ১৪নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, সুগন্ধা-৬০, ছড়ারপার রোড ও জেলা প্রশাসকের কার্যালয় মাঠ। ১৫নং ওয়ার্ডের শাহজালাল জামিয়া স্কুল এন্ড কলেজ মাঠ, মিরাবাজার। ১৬নং ওয়ার্ডের সওদাগরটুলা মাঠ। ১৭নং ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা স্থানে, কাজীটুলা। ১৮নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, আগপাড়া কো-অপারেটিভ অফিসের সামনে আগপাড়া রোড। ১৯নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, প্রত্যয় ৪৩, আলমটুলা রায়নগর। ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠ।
২১নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) প্রাথমিক বিদ্যালয় মাঠ শিবগঞ্জ। ২২নং ওয়ার্ডের ই ব্লক স্প্রিং টাওয়ার সংলগ্ন মাঠ, এ ব্লক মসজিদের সামনের মাঠ ও সি ব্লক মাঠ, শাহজালাল উপশহর। ২৩নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, মাছিমপুর। ২৪নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, প্রতিশ্রুতি-৮০, কুশিঘাট, গাজী বুরহান উদ্দিন রোড। ২৫নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, ফরেন পোস্ট অফিসের পশ্চিম পার্শ্বে, বঙ্গবীর রোড। ২৬নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়, স্টেশন রোড, ভার্থখলা,কদমতলী। ২৭নং ওয়ার্ডের গোটাটিকর প্রাইমারী স্কুল মাঠ, আলমপুর, সিলেট।