সিসিকের ৬০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৬০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ১৩৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৮০টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ৫৪টি। আগামী ৩০ জুলাই এ সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিসিক নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি ভোটযুদ্ধে। আগামী শনিবার মধ্যরাতেই শেষ হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। যতই সময় ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। পাল্টাপাল্টি অভিযোগসহ বিভিন্ন কারণে নির্বাচন নিয়ে বাড়ছে উত্তেজনা। তারপরও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের ব্যাপারে আশাবাদী স্থানীয় নির্বাচন অফিস। খুলনা ও গাজীপুর সিটির মতো সিলেটেও সেনা মোতয়েন হচ্ছে না।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কেমন হবে সেটা জানিয়ে চিঠি দেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, সিলেট মহানগরীতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে ১৪ প্লাটুন বিজিবি। ১৩৪টি ভোট কেন্দ্রের ৮০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রতিটিতে ২৪ জন এবং সাধারণ ৫৪টি কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন এপিসি এবং একজন ব্যাটালিয়ন আনসার সদস্য থাকবেন। ৭ জন পুলিশ সদস্যের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক এবং ৫ জন পুলিশ কনস্টেবল নিয়োজিত থাকবেন। প্রতি ভোট কেন্দ্রে র্যাবের একটি করে টিম কাজ করবে। এছাড়া মাঠে থাকবে মোবাইল ফোর্স এবং নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। সর্বসাকল্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।