জমে উঠেছে ভোটযুদ্ধ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরীর ভোটযুদ্ধ জমে উঠেছে। নৌকা ও ধানের শীষে ভোট টানতে তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন নগরীর এপাড়া থেকে ওপাড়ায়। সিলেটে মেয়র পদে প্রার্থীদের তালিকায় ৭ জনের নাম থাকলেও প্রচারণায় রয়েছেন ৬ জন। বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম নির্বাচন থেকে বিদায় নেন আরিফকে সমর্থন দিয়ে। আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন ভোটযুদ্ধে। তাদের সঙ্গে প্রচারণায় রয়েছেন মেয়র প্রার্থী সিপিবি-বাসদ বামদলের মো. আবু জাফর, মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান ও স্বতন্ত্র এহসানুল হক তাহের। তবে ভোটারদের আলোচনা সীমাবদ্ধ হয়ে পড়েছে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীকে নিয়েই।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগ একমাত্র দল এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ সরকারের যত উন্নয়ন ও সফলতা আছে তার সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের মূল্যবান ভোটে সিলেটের মেয়র নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করব। তিনি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান। কামরান বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে এই আহ্বান জানান। মঙ্গলবার নগরীর বাদাম বাগিচা, মজুমদারি এলাকায় গণসংযোগ করেন কামরান। এছাড়াও সোমবার রাতে তার পক্ষে নৌকার সমর্থনে নগরীর ঘাসিটুলা ও সিলেটস্থ মৌলভীবাজরবাসীর পৃথক সভা অনুষ্ঠিত হয়। কামরানের সমর্থনে ঘাসিটুলা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন সাবুল। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মাসুকের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ।
এছাড়া নগরীর সুবিদাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সিলেটস্থ মৌলভীবাজারবাসী আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। আওয়ামী লীগ নেতা হাজী এমএ মতিনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান এবং মৌলভীবাজার সমিতির অর্থ সম্পাদক মো. আলীম উদ্দিন মান্নানের পরিচালনায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ। এদিকে মঙ্গলবার নগরীর সওদাগরটুলা এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ ছাড়া তিনি কোর্ট পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত পথসভায় বক্তব্য দেন। এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমার সমর্থকদের বিভিন্নভাব হয়রানি করছে। জনগণ এখনও শঙ্কিত তারা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। তিনি ভোটার সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না। সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওত হোসেন জীবন, সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দীন মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি আবদুল হান্নান তাপাদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তৈয়্যিবুর রহমান চৌধুরী প্রমুখ। অপরদিকে আরিফুল হক চৌধুরীর সমর্থনে মহানগর খেলাফত মজলিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় তিনি বলেন, ‘সিসিক নির্বাচনে আরিফুল হক চৌধুরীই হচ্ছেন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী। তিনি দীর্ঘ তিন বছর কারাবন্দি থাকা সত্ত্বেও মাত্র ২২ মাসে আধ্যাত্মিক নগরীর যে উন্নয়ন করেছেন, তার পুরস্কারস্বরূপ নগরবাসী আবারও তাকে বিজয়ী করতে বদ্ধপরিকর।’ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।