নগর জোড়ে নৌকা আর কামরান
মবরুর আহমদ সাজু:
শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেট সিটি নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা প্রতীক আর নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনকে সামনে রেখে গোটা ২৭টি ওয়ার্ডে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিটি এলাকার অলিতে-গলিতে ঝুলছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পোষ্টার। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এটি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে সাধারণ ভোটারদের কাছে। তবে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটকে সামনে রেখে প্রার্থীদের এখন ঘুম হারাম। এবারের নির্বাচনে রাতের বেলায় প্রার্থীরা প্রচারণায় বেশী সময় পার করছেন। নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সিটির ২৭ টি ইউনিয়নেই নৌকা আর ধানের শীষের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী হবে বলে জানিয়েছেন ভোটাররা এদিকে সিলেটের সময় কে বদর উদ্দিন আহমদ কামারন বলেন আলোকিত সিলেট গড়ার প্রত্যয়ে বদর উদ্দিন আহমদ কামরান, বস্তিতে ঘুরছেন তিনি বলেন, সরকার ইতিমধ্যেই সিলেট সিটির সমস্যা সমাধানে বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। নগরীর বিভিন্ন বস্তিতে বস্তিতে উপস্থিত হলে হাজার হাজার বস্তিবাসী বদর উদ্দিন আহমদ কামরান কে দেখতে ভিড় জমান। অনেকেই তাকে ছুঁয়ে দেখেন, হাত মেলান, মোলাকাত করেন। তাকে সমর্থন জানিয়ে নৌকা প্রতীকেজয়যুক্ত করার ঘোষণা দেন। আশপাশের এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও তার সমর্থনে কাজ করার অঙ্গীকার করেন। উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনারা আমার প্রতি যে সহানুভূতি, সমর্থন দেখাচ্ছেন, জয়ী হলে অবশ্যই তার প্রতিদান আমি দেব। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদের উন্নত জীবনের নিশ্চয়তায় কাজ করতে চাই। আপনাদের জীবনমানের উন্নতি না হলে সিলেট সিটির কোনো উন্নয়নই টেকসই হবে না।’