কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন মঙ্গলবার
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে আগামী মঙ্গলবার (১০ জুলাই)। সিলেট নগরীর রামেরদীঘীরপাড়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হবে।
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু পর থেকে রামেরদীঘীরপাড়ে স্থাপিত কার্যালয়ই প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এখান থেকে আওয়ামী লীগ প্রার্থীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করা হবে।
মঙ্গলবার বিকেলে দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করা হবে।
এতে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য, মহানগরের ওয়ার্ড পর্যায়ের সকল সদস্য, ওয়ার্ড পর্যায়ের নির্বাচনী পরিচালনা কমিটির সকল সদস্য এবং সিলেট মহানগরীর সকল শুভাকাঙ্ক্ষী, প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।