মেয়র প্রার্থী কামরানের সমর্থনে তরুণ পেশাজীবিদের মতবিনিম সভা

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী কামরানের সমর্থনে তরুণ পেশাজীবিদের উদ্যোগে শুক্রবার রাতে হোটেল গুলশানের হলরুমে এক মতবিনিম সভা অনুষ্ঠিত হয়।
ডাঃ শাহীন আহমদের সভাপতিত্বে ও আহবাবুল করিম ইকরাম এবং ইঞ্জিনিয়ার তানিম মাহমুদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাজী মুকিত সুমন, ডাঃ তাজুল ইসলাম আসাদ, নিশি মোহন দাস, কাস্মীর রেজা, মেহেদী কাবুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মুমিত, সাদ্দাম হোসেন, এ মামুন হিমেল, রাজিব কর রাজন, তানভীর আহমেদ শাকিল, রেজাউল ইসলাম টিটু, রাফেল রাফদান, মাহতাব রেজা, সোহেল আহদ, আফসার উদ্দিন নাহিদ, মোয়াজ্জেম বখত জেম, অঞ্জন কান্তি, কবির আহমেদ, ফেরদৌস আহমেদ, জামাল হোসেন, রাজীব রহমান জনি, আব্দুর রকিব, সাফায়েত শরীফ সজীব, সাইফুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য