১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সিলেটে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সিলেট প্রতিনিধি:
উন্নয়নো ধারা বজায় রেখে সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। অসমাপ্ত কাজগুলোও সমাপ্ত করার পাশাপশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা বাড়াতে প্রয়োজন ঐক্য সুতারাং আমরা ঐক্য থাকলে পরিচ্ছন্নতা, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গড়তে পারবো বলে বিশ্বাস রাখি। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম গতকাল নগরীর জল্লাপারে অনুষ্ঠিতব্য জনসাধারণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রবীণ মুরব্বী আলহাজ্ব আলা বকস রুকনের সভাপতিত্বে ও আলহাজ্ব বাবর বকসের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন। বিশিষ্ঠ লেখক ও নগর গবেষক আল্হাজ্ব ফজলুল হক মিনা, আল্হাজ্ব রুশন খান , আব্দুর রাজ্জআক খান,আব্দুল মান্নান খান, দারা খান জল্লারপার জামে মসজিদের মতোয়াল্লী তফাজ্জুল হোসেন ইমন, দবির মিয়া,চাহন সমাজ কল্যান সংস্থার সম্পাদক, জাহাঙ্গীর বকস, মিতু খান, শিপলু খান, ইউসুফ খান অপু, জুবের আহমদ, আব্দুল মুক্তাদির অপু প্রমুখ বক্তারা বলেন সমসাময়িক উন্নয়নের মুনিমের মতো লোক বেশ প্রয়োজন এলাকার সঠিক উন্নয়নের সার্থে সঠিক প্রার্থী কে তারা ভোট দিবেন বলেন প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময়ের শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকবাসী এছাড়া অনুষ্ঠান শেষে মোনাজাত করেন জল্লার পার জামে মসজিদের ইমাম আলহাজ্ব মকবুল আহমদ।