সিলেটে সিপিবি-বাসদের মেয়র প্রার্থী আবু জাফর

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে  সিপিবি-বাসদ। বাসদ সিলেট জেলার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফরকে প্রার্থী হিসেব মনোনীত করে দল দুটি।

শনিবার (২৩ জুন) সকাল ১১টায় নগরীর সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিপিবি-বাসদের এক যৌথ কর্মী সভায় মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। কর্মী সভায় রোববার দুপুর ২টায় মনোনয়নপত্র সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিপিবি-বাসদের যৌথ কর্মী সভায় সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলার সমন্বয়ক মেয়র প্রার্থী আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাসান, খেলাঘর সিলেট জেলার সংগঠক সাথী রহমান, চারণ সাংস্কৃতিক জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, উদীচী সিলেট জেলার সদস্য সন্দীপ দেব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সদস্য মামুন বেপারী, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতা নাবিল এইচ চৌধুরী প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহীতামূলক, জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরীত করা, নগরীর শ্রমজীবী বস্তিবাসী মানুষ সহ সকলের বাসযোগ্য নগরীর গড়ার লক্ষ্যে এবং দ্বিদলীয় বৃত্তের বাহিরে জনগণের শক্তি নির্মাণের আন্দোলনের অংশ হিসেবে সিপিবি বাসদ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবে।

বক্তারা বলেন, কমরেড আবু জাফর সিলেটের গ্যাস সংযোগ চালু, বাসযোগ্য নগরী গড়ে তোলা সহ জাতীয় ও স্থানীয় আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘ দিন থেকে। তাই নগরীর ভোটারেরা আন্দোলনের মূল্যায়ন হিসেবে আবু জাফরকে মই মার্কায় ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করবে বলে প্রত্যাশা রাখেন।

কর্মী সভা শেষে মুসলিম সাহিত্য সংসদ থেকে একটি প্রচার মিছিল বের হয়ে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে।

এ বিভাগের অন্যান্য