বিকেলে নৌকা নিয়ে ফিরছেন কামরান স্বাগত জানাতে প্রস্তুত নগরবাসী
নিজস্ব প্রতিবেদক : সিসিকের ইতিহাসের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। যিনি জনতার মেয়র হিসেবেই সিলেটে পরিচিত। সর্বশেষ আসন্ন সিটি নির্বাচনেও পুরাতন মাঝি হিসেবেই কামরানের উপর আস্থা রেখেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে কামরানকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষনার পর শনিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান শেষে আজ বিকল ৫টার দিকে সিলেটে ফিরছেন তিনি।
বদর উদ্দিন আহমদ কামরানের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নগরবাসী। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্থরের মানুষ তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
এদিকে গতকাল দলীয়ভাবে তাকে প্রার্থী ঘোষনা করার পর সন্ধ্যা থেকে ছড়ারপাড়মুখি জনশ্রোত ছিলো লক্ষনীয়। দলের বিভিন্নস্থরের নেতাকর্মী সহ নগরবাসী কামরানকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ছড়ার পরে।