সিলেট কমার্স কলেজের ইফতার মাহফিল দোয়া ও  আলোচনাসভা  অনুষ্ঠিত

সিলেট কমার্স কলেজের ইফতার মাহফিল দোয়া ও  আলোচনাসভা  অনুষ্ঠিত

সিলেট কমার্স কলেজ আয়োজিত পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারমাহফিল  আলোচনাসভা  অনুষ্ঠানে বক্তারা বলেছেন হবে রমযানের শিক্ষাকে পার্থিব  জীবনে কাজে লাগাতে হবে গতানুগতিক পন্থায় শুধুমাত্র পানাহার পরিত্যাগের মাধ্যমে রোজা থেকে প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব নয়। সকল প্রকার পাপাচার, অনাচার থেকে মু্ক্ত থেকে জীবনের সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে তার একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমেই রোজা থেকে প্রকৃত কল্যাণ লাভ করা সম্ভব। গতকাল নগরীর মিরের ময়দানস্থ দশম ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মবরুর আহমদ সাজুর পরিচালনায় ও কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হারুন মিয়ার সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন শিশু শিল্পী মো. মাহিদুল ইসলাম ফাহিম ।এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমান বিশেষ অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন কলেজের রেক্টর মো. সামসুর রহমান, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নিয়াজুল করীম,অনুষ্ঠানে অন্যন্যার মাঝে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রব,মিটুদাস, পরশমনি দেব, সজীব দত্ত, আব্দুস ছব্বুর , আমিনুল ইসলাম বুলবুলসহ অসংখ্য শিক্ষক শিক্ষার্থী প্রমুখ

 

 

এ বিভাগের অন্যান্য