পরিবর্তনের লক্ষ্যে কাদিরেই খুশি ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আমেজ
অনেকদিন পর সিসিকে ভোট হবে দীর্ঘদিন প্রতীক্ষায় ছিল নগরবাসী আর এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৩০জুলাই হবে ভোট গ্রহণ । সুতারাং বলাই যায়, ভোট উৎসবের অপেক্ষায় পুরো ২৭ ওয়ার্ডের বাসিন্দারা , রোজার পরে ভোট উৎসব যেহেতু সেহতেু তারাবির নামাজের পর থেকে সেহরির পূর্ব পর্যন্ত পাড়া মহল্লা,চায়ের দোকান থেকে
ড্রয়িংরুম পর্যন্ত এখন কেবল ভোটের রাজনীতি চলছে । এই রাজনীতিতে বাদ পড়েনি সিসিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ১২নম্বর যেখানে কেবল ভোটের আড্ডাই নয় রয়েছে প্রার্থী যাচাই বাছাইয়ের তুলকালাম কথা, সেলফিব্রিজ খ্যাত কাজিরবাজারে গভীর রাত পর্যন্ত জমে আড্ডা আর এই আড্ডাবাজদের সাথে কথা হয় এই প্রতিবেদকের শেখঘাট এলাকার কয়েকজন ভোটার বলেন তাদের এলাকাই ভোটের হাওয়ায় দুলছে কথা। কে রয়েছেন পছন্দের তালিকায় এমন প্রশ্ন করলে নবীন ভোটাররা আশফাক বলেন ১২নম্বরে এবারের নির্বাচনে কাদির নামের ব্যবসায়ী রয়েছেন বেশ জনপ্রিয়তায়, এবার তার হাতেই জয়ের মালা উঠতে পারে বলে মনে করেন এলাকার লোকজন । অপরদিকে নবাব রোডের বাসিন্দারা জানালেন ভিন্ন কথা ভোট দিবেন প্রার্থীদের সৃজনশীলতা দেখে তাদের কথায় ফুটে উঠলো পুরাতনকে কেউ আকড়ে ধরতে চায় না এখন কেবল নতুনত্ব সুতারাং তারাই পরিবর্তনর লক্ষ্যে কাদিরেই খুশি।সরেজমিনে এদিকে কাজির বাজারের কিছু অংশে বর্তমান কাউন্সিলর সিকান্দরের ও নতুনপ্রার্র্থী সালাউদ্দিনের বলয়ে রয়েছে । বেশ লক্ষনীয় তবে অনলাইনের এক জরিপে তরুণপ্রজন্মর কাছে কাদির রয়েছের জনপ্রিয়তারর শীর্ষে
অন্যান্য এলাকার মতোই নির্বাচনী ১২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরারা নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে মরিয়া হয়ে উঠছেন, লক্ষ্যে একটিই হাতে যেসময় রয়েছে সেসময় কে কাজে লাগাতে হবে? প্রবীণ ভোটারারা বলছেন ওয়ার্ডে সালাম আদব যেমন বেড়েছে তেমনি আন্তরিক ভালোবাসায় আগলে নিচ্ছেন প্রার্থীরা,এদর মধ্যে কেউ দিচ্ছেন প্রতিশ্রুিতর ফুলঝুড়ি আবার কেহ কেহ নিজের ইমেজ আর রাজনীতির বলয়ের হাতছানি দিকে নজর দিচ্ছেন। সবমিলিয়ে এবার নির্বাচনী প্রচারণা বেশ জম্পেস ভাবে শুরু হয়েছে নগরীর ১২ নম্বর ওয়ার্ডে । আসন্ন সিসিক নির্বাচনে এই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলে ও হাতেগুণা যে কজন প্রার্থী রয়েছেন তার মধ্যে একজন এলাকার কৃতিসন্তান আব্দুল কাদির রয়েছে নবীন ভোটারদের হৃদয়ে জায়গা কওে নিতে সক্ষম হয়েছেন বলে জানান এলাকার গণ্যমাণ্যরা। এবার তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ওয়ার্ডবাসী তবে অন্যন্যার প্রার্থীদের ঠক্কর দিতে সমর্থনকারীরা মাঠে রয়েছেন বলে জানান তিনি । এদিকে আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে লড়াই হবে সিলেট সিটি ভোটের মাঠে। জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনী মাঠে থাকবে প্রধান দুই দল আওয়ামী লীগ-বিএনপি। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সবার নজর থাকছে ভোটের দিকে দিন ধার্য হয়েছে সিটি নির্বাচনের। তফসীল ঘোষণা ১৩ জুন। নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর সিলেটে চলছে ভোটের প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্র নির্ধারণেও ব্যস্ত সময় পার করছেন জেলা নির্বাচনী কর্মকর্তারা। এবার সিসিক নির্বাচনে ভোটার বৃদ্ধি পাওয়ার সঙ্গে বাড়ছে কেন্দ্র ও বুথ। পাশাপাশি বাড়ছে সংখ্যা ও ভোটারও। সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আলাউদ্দীন এমন তথ্য নিশ্চিত করেছেন। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, সিলেট সিটি করপোরেশন সিসিকে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ২৫১ জন এবং মহিলা ১ লাখ ৪৯ হাজার ৯৪৯ জন।১২ নং ওয়ার্ডের মোট ভোটার ৯হাজার ৮৮৭। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৭৫২টি সরেজমিনঘুরে জানাযায় নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ডে ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরনোদের প্রতিদ্ব›দ্বী হয়েছেন অনেক নতুন মুখ। তরুণ প্রার্থীরা `পরিবর্তনের স্লোগান তুলে` নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে তারা গণসংযোগেই বেশি জোর দিচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন। ভোটাররা ও অতীতে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলররা এবং জনসেবকরা কী কাজ করেছেন তা মূল্যায়ন করছেন। সিলেট সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড এবার পরিবর্তন ও আধুনিক ওয়ার্ড গড়ার স্লোগান নিয়ে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল কাদির। তিনি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি, সালিশ বিচারের সচেতন, এলাকার অবকাঠামো উন্নয়নে তাঁর অবস্থানে থেকে কাজের নীতি-আদর্শকে সামনে রেখে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানান এলাকার সচেতন ভোটারার। উদীয়মান তরুন এই সমাজসেবক এলাকার সকল শ্রেণি পেশার মানুষের চোখের সান্নিধ্য নিজেকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই এলাকার সকল স্তরের মানুষের মুখে তার নাম আলোচিত। এলাকাবাসী এবার ‘পরিবর্তন’ চাচ্ছেন। বিশেষ করে সচেতন যুব সমাজের বড় একটি অংশ নিজ উদ্যোগে এ ওয়ার্ডের নতুন অভিভাবক খুজতে শুরু করেছে। তাদের পছন্দের তালিকায় রাখছে ক্লিন ইমেজের কর্মঠ তরুণ কাদির’কে বিশেষ করে শেখঘাট, কাজিরবাজার এলাকার বেশ কয়েকশ তরুণ ও যুবক ভোটাররা সকালের সময়কে বলছেন প্রার্থী মনোনয়নে এবার আর কোনো ভুল হবে না। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সব ধরণেরই প্রচেষ্টা, তৎপরতা থাকবে তাদের। জানাযায়, নগরীর গুরুত্বপূর্ণ ও সিটি করপোরেশনের ১২ নম্বার ওয়ার্ডে নির্বাচনে কাউন্সির প্রার্থী হওয়ার দৌঁড়ে অনেকেরই নাম থাকলে ও বেশ আলোচনায় রয়েছেন আব্দুল কাদির ও বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী, নতুন মুখ সালাউদ্দিন প্রমুখ এদের একজন বর্তমান কাউন্সিলর তিনবারের। অপর দু’জনই হচ্ছেন নির্বাচনে নতুনমুখ। সিলেট মহানগরীর ধারাবাহিক ওয়ার্ড পরিক্রমায় ১২ নং ওয়ার্ড পরিক্রমা নিয়ে কাউন্সিলর প্রার্থী কাদিরে সাথে কথা হয় সকালের সময়ের সাথে। তিনি বললেন অনেক কথা জানালেন জনগণের ভালোবাসায় আন্তরিকতায় তিনি নির্বাচিত হবেন ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সহযোগিতা সমর্থনের তিনি কাউন্সিলর প্রার্থী হবেন। তার আগামি দিনের লক্ষ্য কেবল জনগণের সুবিধা ও জনকল্যাণমূলক কাজ করাই তাঁর মূল লক্ষ্য সবমিলিয়ে আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চান।