গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার আর নেই
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ২৩ মে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে ডা. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।