নগরীর ঘাসিটুলায় ইয়াবাসহ ৩ যুবক আটক
সিলেট নগরীর ঘাসিটুলা থেকে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে র্যাব। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় ৫৭ পিস ইয়াবা জব্ধ করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের ধর্মপাশার সুখাই গ্রামের মো. হাসিমের ছেলে ও বর্তমানে লামাপাড়ায় বসবাসকারী মো. টিটু মিয়া (২৪) , বি-বাড়ীয়ার আখাউড়া থানার চান্দুরা বাজার গ্রামের জাহের মিয়ার ছেলে ও শেখঘাট কলাপাড়ায় বসবাসকারী জামাল আহমেদ জালাল (২৩) এবং নগরীর লামাপাড়ার মঈন উদ্দিনের ছেলে মো. দিদার (২৭)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।