রাজশাহী বরিশাল সিলেট সিটিতে ভোট ৩০ জুলাই

১৩ থেকে ২৮ জুন মনোনয়নপত্র বিতরণ, প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই

 

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৩ জুন থেকে এই তিন সিটিতে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের দিন ঘোষণা করা হয়েছে। ১০ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার। গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ে অনুষ্ঠিত কমিশনের ৩০তম বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

এর বাইরে বৈঠকে পাঁচটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদে আগামী ২৫ জুলাই ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচনগুলোর সময়সূচি ঘোষণা করেন।

এর আগে সিইসি বলেন, ‘এই তিন (রাজশাহী, সিলেট ও বরিশাল) সিটি নির্বাচন বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, এগুলোতে সীমানা বা আইনগত জটিলতা নেই।’ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৩ জুন তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৩ জুনের আগে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা সংশোধন না হলে এমপিরা এসব নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার সুযোগ পাবেন না বলেও জানান সিইসি।

ইসি সূত্রে জানা গেছে, কমিশনের সভায় তিন সিটি করপোরেশনের নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হলেও রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। গতকাল তিন সিটির নির্বাচনের তফসিলের প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি কোনোটিই প্রকাশ করেনি কমিশন। তবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তফসিলের প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিশন সভার কার্যপত্রে দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ভোটার ৩ লাখ ২১ হাজার ৪৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১৬৩ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৮৮৩ জন। এ সিটিতে সাধারণ ওয়ার্ড ৩০টি ও সংরক্ষিত ওয়ার্ড ১০টি।

বরিশাল সিটি নির্বাচনেও ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে ভোট ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন ও নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।

সিলেটের ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২০০ জন। সর্বশেষ ২০১৩ সালের ১৫ জুন এই তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সিটিতেই বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হন।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর রাজশাহী, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনানুযায়ী  মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

গাজীপুরের ৬টি কেন্দ্রে ইভিএমে ভোট

ইসির ঊর্দ্ধতন কর্মকর্তারা জানান, গাজীপুর সিটি করপোরেশনে ৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঁচ উপজেলা, পাঁচ পৌরসভা ও অর্ধশতাধিক ইউপিতে ভোট ২৫ জুলাই

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের এসব পরিষদে ১০ থেকে ২৫ জুন পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩ জুলাই। পৌরসভাগুলো হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী, কক্সবাজার জেলার কক্সবাজার ও নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা। একইদিন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুলা ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ৫২টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর পাঁচ উপজেলা পরিষদের মধ্যে তারাকান্দা, নানিয়ারচর, আজমিরীগঞ্জ, পুঠিয়া এবং চাঁদপুরের একটি উপজেলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য