সত্যের সন্ধানে” এ টি এম ফরিদ গাজী—
ওহে তরুন ওহে নবীণ, এসো মোরা যাই
সত্যের সন্ধানে।
স্রষ্টাকে খোঁজি মোরা
গভীর ধ্যানে।
যত গুন গান, লই তাঁর নাম,
ডাকি তাহাকে, মনে ও প্রানে।
মানুষেরে ঘৃনা করি
ওরা কারা? যাহারা কুরআন, বেদ্,বাইবেল
চুম্বিছে মরি মরি।
ধর্মকে নিয়ে কেন, কর বাড়াবাড়ি?
যাহাঁরা করেছে,লান্চিত হয়েছে,
তিমীর আসছে তাহাদের, অতি তাড়াতাড়ি।
মানুষে মানুষে কেন হানা হানি?
কেনই বা আঁধারে, এত কাঁণা কাঁণি,
ভেবে কী দেখেছো, দিতে হবে ফাঁড়ি
কবর দেশেতে, যেতে হবে তুমায়,
রাখিয়া আপন বাড়ী।
শয়নে শ্বপনে, নিদ্রায় জাগরনে
প্রতিটি নিঃশ্বাসে, অন্তরের বিশ্বাসে
মনে প্রানে মোরা, স্রষ্টাকে স্বরি।
স্রষ্টার সৃষ্টি, কেড়ে নেয় দৃষ্টি
যেদিকে থাকাই,মন প্রান জুড়াই
ধরাকে সাজাইয়াছে প্রভু
সব তাঁর সৃষ্টি।
মানুষে মানুষে কেন; এত কূ দৃষ্টি?
সবাইতো মোরা, এক প্রভুর সৃষ্টি।
সত্যের সন্ধানে, খোঁজ তুমি মন প্রানে,
পেয়ে যাবে তাঁহাকে, গভীর ধ্যানে
দেখিতে পারিবে তুমি, দিব্য ঙ্ঘানে
করিয়াছো যাহা, যত সব কৃষ্টি।
আমরাতো মানুষ, হব কেন বেহুশ,
কেন ঘোরে ভেড়াবো, অপরের দোষ?
সৃষ্টির সেরা মোরা, সকল মানুষ।
ঐ মানুষেরে ঘৃনা করি
যাহরা ধর্মকে নিয়ে করে, অতী বাড়াবাড়ি।
ওরে ও মনুষ্য ভাই
সকলের ওপর মানুষ সত্য
তাঁর ওপরে কেহ নাই।