সিলেটের ৪টিসহ সরকারি হলো দেশের ৩৬ মাধ্যমিক বিদ্যালয়
এক সপ্তাহের ব্যবধানে দেশের আরও ৩৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। যার মধ্যে সিলেট বিভাগের হবিগঞ্জে ২টি , সুনামগঞ্জে ১টি ও মৌলভীবাজারে ১টি বিদ্যালয় রয়েছে।
সোমবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে আদেশ জারি করেছে।
আদেশে উল্লেখ করা হয়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না। নতুন ৩৬টিসহ সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৪০৩টি।
সিলেট বিভাগের নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো: হবিগঞ্জের লাখাইয়ের বামৈ উচ্চবিদ্যালয় ও আজমিরিগঞ্জ এ বি সি পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়।
সিলেটের বাহিরে নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো: গাইবান্ধার সাঘাটার কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জের কোটালিপাড়া ইউনিয়ন ইন্সটিটিউশন (পাইলট), কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চবিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয়, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, বরগুনার আমতলী এ কে মডেল পাইলট হাইস্কুল, পাথরঘাটা কে এম মডেল উচ্চবিদ্যালয়, বেতাগী পাইলট উচ্চবিদ্যালয়, টাঙ্গাইলের মধুপুর রানি ভবানী মডেল উচ্চবিদ্যালয়, ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয়, গোপালপুরের সূতী ভি এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চবিদ্যালয়, কুড়িগ্রামের ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চবিদ্যালয়, চিলমারীর থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়, পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর সি বি পাইলট উচ্চবিদ্যালয়, রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চবিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হাজী আবদুল জলিল উচ্চবিদ্যালয়, নাটোরের বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়, গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, নলডাঙ্গা উচ্চবিদ্যালয়, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চবিদ্যালয়, সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়, ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট মডেল উচ্চবিদ্যালয়, গোসাইরহাট ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়, রাজশাহীর পবার নওহাটা উচ্চবিদ্যালয়, পটুয়াখালীর মির্জাগঞ্জ সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চবিদ্যালয়, বরিশাল বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), ঝালকাঠীর কাঠালিয়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় এবং রাজাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।