মেধা অন্বেষণে বোর্ডসেরা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শিক্ষার্থী
সিলেটে সৃজনশীল মেধা অন্বেষন ২০১৮ সালের প্রতিযোগিতায় সিলেট শিক্ষাবোর্ডে বছরের সেরা প্রতিযোগি নির্বাচিত হয়েছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মুহি উদ্দিন আহমদ । গত ৫ এপ্রিল সিলেট জেলা শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল এন্ড কলেজের শতশত শিক্ষার্থী কে পরাজিত করে মেধাঅন্বেষন প্রতিযোগিতা বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় (একাদশ শ্রেণি)জেলা পর্যায়ে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শিক্ষার্থী থেকে মো. মুহি উদ্দিন আহমদ এবছর সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিযোগিতা শেষে বোর্ড সেরার সনদ তুলে দেন ।তাঁর এই অসামন্য সাফল্যে কলেজে সহপাঠিদেও মাঝে বিরাজ করছে আনন্দ উল্লাস এদিকে তার সৃজনশীল মেধা মননের জন্য মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমান অভিন্দন জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ভালো শিক্ষাদানে এই সফলতা সিলেটবাসীর শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে মুহিবুর রহমান ফাউন্ডেশনের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবকগুলোই যেমন ছিল অঙ্গীকারবদ্ধ তেমনি থাকবে । এছাড়া অভিনন্দন জানিয়েছেন সিলেট কমার্স কলেজের রেক্টর সামসুর রহমান, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ম.ম. রহমান বুলবুল ইডেন গার্ডেন কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম, ইয়াহইয়া, মুুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল সহ স্কুল কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ।