মুহিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

স্টাফ রিপোর্টার
আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে মানব সম্পদ উন্নয়ন মুহিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সোমবার (১৪ মে) রায়নগরস্থ ইডেন গার্ডেন কলেজ ক্যম্পাসে সকাল এগারোটায় এবারের (২০১৮) এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মুহিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষা উদ্যোগ।

 

কলেজের শিক্ষিকা দিলরুবা’র পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম ইয়াহইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মু. মহিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মু.ম.রহমান বুলবুল, প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন আজকের নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে ।

 

একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশহচ্ছে শিক্ষা উন্নয়ন। আজ যারা শিক্ষর্থী তাদেরকে যদি আমরা স্বযতেœ, সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দিই, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থরা হবে এদেশের একেকজন আদর্শ, কর্মক্ষম, সুযোগ্য নাগরিক।

এক সময় তারা দেশের প্রতিটি সেক্টর-এ অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এ দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন মুফতি মাওলানা মো, গিয়াস উদ্দিন এসময় অনুষ্ঠানে অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন কলেজর প্রভাষক জসিম উদ্দিন, আজমাইল মিয়া, নইম উদ্দিন, মবরুর আহমদ সাজু, প্রমুখ এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রিমা, সীমা. ফারজানা, আলম, সীমান্তিক,প্রমুখ।

এ বিভাগের অন্যান্য