ভিন্নধর্মী কাজ নিয়ে দোলন
বর্তমানে ছোট পর্দায় বেশ সরব অভিনেত্রী দোলন দে। একাধিক ধারাবাহিক, খণ্ড নাটক ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এসব নাটক কিংবা ওয়েব সিরিজে ভিন্নধর্মী দোলনকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। একেকটি কাজে একেক রকম চরিত্রে কাজ করেছেন দোলন। মার্চ ও এপ্রিলের প্রায় পুরোটাই এসব কাজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যে এ অভিনেত্রী কাজ শেষ করেছেন শর্টফিল্ম ‘লাভ ফিউশন’-এর।
শুধু অভিনয় নয়, এর গল্পও লিখেছেন দোলন। আর পরিচালনা করেছেন রায়হান খান। এখানে দোলন ছাড়াও অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, প্রনিল সামাদ প্রমুখ। এর বাইরে ম্যাক্স কোলা নিবেদিত একটি ওয়েব সিরিজের কাজও শেষ করেছেন এই গ্ল্যামার কন্যা। নাম ‘আনমেরিড ওয়াইফ’। রূপান্তরের রচনায় এটি পরিচালনা করেছেন মঞ্জুরুল হাসান মিলন। আর এতে দোলন অভিনয় করেছেন একেবারেই ভিন্ন এক চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন জোভান, রজত প্রমুখ। এর বাইরে আরো দুটো খণ্ড নাটকের কাজও সম্প্রতি শেষ করেছেন দোলন দে। এর একটির নাম ‘সেভেন্থ এপ্রিল’ আর আরেকটির নাম ‘মন চোর’। এর মধ্যে প্রথমটির গল্প লিখেছেন দোলন আর পরিচালনা করেছেন রায়হান খান। আর দ্বিতীয়টি মানস পালের রচনায় পরিচালনা করেছেন একে শুভ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে দেখা যাবে দোলনকে। বর্তমানে এ অভিনেত্রীর একটি সিরিয়াল প্রচার হচ্ছে এশিয়ান টিভিতে। নাম ‘সম্পর্ক’। পরিচালনায় রয়েছেন মুশফিক কল্লোল। এখানে দোলন ছাড়াও অভিনয় করছেন জোভান, উর্মিলা, কায়েস চৌধুরী, শর্মিলী আহমেদ প্রমুখ। নিজের সাম্প্রতিক কাজ প্রসঙ্গে দোলন দে বলেন, গত দু’মাসে এ কাজগুলোর শুটিং শেষ করেছি। অনেক ভিন্ন ধরনের গল্পের কাজ এগুলো। আসলে এ সময়ে গতানুগতিক ধারার কাজ দর্শক আর দেখতে চান না। তাই আমি নিজেও বেছে বেছে কাজ করছি। আমার বিশ্বাস যে কাজগুলো করেছি সেগুলো দর্শকদের ভালো লাগবে।