মাহিয়া মাহির দেড় মাসের অবসরে যাওয়ার কারণ
‘ও মাই লাভ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। জুলাই মাসের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা।
‘ও মাই লাভ’ সিনেমার শুটিং শুরুর আগেই দেড় মাসের শুটিং অবসরে থাকবেন মাহি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার দেবরের বিয়ে। বিয়ের শপিং করে এবং খানিকটা নিজের মতো করে এ দেড় মাস কাটাবেন তিনি।
মাহি আরও জানান, রোজার আগে তার দেবরের বিয়ে। শুটিং অবসরে থাকলেও এ দেড় মাসে ডাবিং ও খণ্ডকালীন কাজ থাকলে তিনি হয়তো করবেন। ঈদের পর আবার টানা কাজ করবেন।
মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি। ওদিকে মাহি ও সাইমন অভিনীত ‘জান্নাত’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্ধকার নামে একটি সিনেমার শুটিং চলছে, যেখানে মাহির বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। তবে ‘ও মাই লাভ’ সিনেমায় মাহির বিপরীতে কে অভিনয় করেছেন, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রটি বহুল জনপ্রিয় হয়েছিল। সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ।
ভালবাসার রঙ, অন্যরকম ভালবাসা, পোড়ামন ভালবাসা আজকাল, তবুও ভালবাসি, অগ্নি, কী দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না, দেশা-দা লিডার, রোমিও ভার্সেস জুলিয়েট, বিগ ব্রাদার ওয়ার্নিং, অগ্নি ২, কৃষ্ণপক্ষ ও অনেক দামে কেনা—মাহিয়া মাহি অভিনীত সিনেমা।