টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩
গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
১৫ এপ্রিল, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন প্রিয়.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর সাধারণ মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কামাল হোসেন বলেন, ‘কমিউটর ট্রেনটি লাইনচ্যুত হলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
দুর্ঘটনায় সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করছেন, ঠিক কতজন মারা গেছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ঢাকার উদ্দেশে কমিউটর ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে আসে। টঙ্গীতে আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকেই ঢাকা থেকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে