ক্রিকেটারদের পায়ে শিকল দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বেশ ভালোই শক্ত পরিকল্পনা নিয়েছে। এক কথায় দেশের ক্রিকেটারদের পায়ে যেন শিকল পরানোর পরিকল্পনা নিয়েছে বোর্ড। দেশটির ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, আফগানিস্তানে স্থায়ীভাবে না থাকলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
আসলে এক মোহাম্মদ শাহজাদের জন্যই এই ঝামেলায় পড়ছেন আফগানিস্তানের সব ক্রিকেটাররা। ঝড়ো গতিতে রান তুলতে পারা এই ব্যাটসম্যান ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের কাজটাও ভালোই করেন। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে তার আচরণ নিয়ে বেশ হ্যাপায় আছে এসিবি।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বেশিরভাগ ক্রিকেটারই স্থায়ীভাবে দেশে থাকেন না। দেশের রাজনৈতিক অবস্থার কারণে নিজেদের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য হয়ে যাওয়া আফগানিস্তানের বোর্ড এখন আর এসব চায় না। ক্রিকেটারদের হাতের নাগালে রাখতেই এই নতুন পরিকল্পনা নিয়েছে এসিবি।
শাহজাদ থাকেন পাকিস্তানের পেশোয়ারে। বোর্ডের অনুমতি না নিয়েই সেখানে স্থানীয় একটি টুর্নামেন্টে খেলছেন। এই অপরাধে চার হাজার ডলার জরিমানা গুণতে হচ্ছে তাকে। সাথে শেহজাদসহ বাকি ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে, আফগানিস্তানে স্থায়ীভাবে না থাকলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হবে।
এসিবির নতুন নীতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বাইরে থাকা সব খেলোয়াড়কে এক মাসের মধ্যে দেশে ফিরে আসতে হবে। এসিবি চেয়ারম্যান আতিফ মাশাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অনুমতি ছাড়া কোনো খেলোয়াড় বিদেশে যেতে পারবে না। যারা দেশের বাইরে থাকে তাদের এক মাসের মধ্যে পরিবার নিয়ে আফগানিস্তানে ফিরে বসবাস করার নোটিশ দেওয়া হয়েছে। তা না হলে ক্রিকেট বোর্ড তাদের সাথে চুক্তি বাতিল করবে।’
এর আগে ডোপ কেলেঙ্কারিতে ২০১৭ সালে ক্রিকেটের বাইরে থেকেছেন শাহজাদ। চলতি বছরের ১৭ জানুয়ারি দলে ফিরে বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন।