জন্মটি সার্থক হতে পারতো :আব্দুল মোছাদ্দিক তোফায়েল

 

জন্মটি সার্থক হতে পারতো যদি
স্বপ্নটাকে ছোঁতে পারতাম
জন্মটি সার্থক হতে পারতো
যদি পরিবারের মুখে দুবেলা দু -মোটো
ভাত তুলে দিতে পারতাম।
জন্মটি সার্থক হতে পারতো,
যদি প্রাণ খুলে কিছু বলতে পারতাম
কোন এক অদৃশ্য শক্তি যেন
আমার গলা চেপে ধরেছে!
আমার কন্ঠ করেছে বাকরুদ্ধ।
জন্মটি সার্থক হতে পারতো
যদি মেধার বলে চাকরী করতে পারতাম
মেধার থেকে আজ কৌটা দামী
সনদের চেয়ে চামচামি
জন্মটি সার্থক হতে পারতো
যদি নিরাপদে থাকতে পারতাম
নিরাপত্তা দেবে যারা তারাই
যখন এক বিভীষিকার নাম
জন্মটি সার্থক হতে পারতো
যদি চৌ রাস্তার মোড়ে কোনো
বোন লাঞ্চিত হত না
জন্মটি সার্থক হতে পারতো
যদি অপরাদের সুষ্ঠ বিচার হত
টাকার কাছে বিবেক বিক্্ির
তাই অপরাধিদের চেয়ে নিরাপরাধীরাই দোষি
জন্মটি সার্থক হতে পারতে
যদি শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করত
কিভাবে হয় মেধার যাছাই
যখন পরীক্ষা হয় প্রশ্ন ফাঁেস
জন্মটি সার্থক হতে পারতো
যদি একবুক ব্যর্থতা আর হতাশা নিয়ে
কানো মেধাবীকে আতœহুতি দিতে না হত

এ বিভাগের অন্যান্য