আটকের পর শাবিপ্রবির দুই ছাত্রলীগ নেতা বহিস্কার
আগের রাতে র্যাবের হাতে অস্ত্র ও গোলাবারুদসহ আটকের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারও শাবিপ্রবির আরো দুই নেতাকে বহিষ্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।
বহিষ্কৃত দুজন হলেন- শাবিপ্রবি শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আজমল হোসাইন।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে র্যাবের দীর্ঘ অভিযানে আটক চারজনের মধ্যে দুজন হলো- আব্দুর রশিদ রাসেল ও আজমল হোসাইন। আটকের পরদিন সোমবার দুপুরে র্যাব-৯ এর পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটক রাসেল গত ২৫ মার্চ শাবিপ্রবির ছাত্র জাহিদের উপর হামলা চালিয়ে আহত করার পর থেকে আত্মগোপনে ছিল। হামলার সময় আজমল হোসাইনও উপস্থিত ছিলেন সেখানে।
এর আগে, গত ২১ মার্চ শাবি শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।