স্বাধীনতা দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে নিউ ন্যাশন স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলজার আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ.এস.এম আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, স্কুলের চেয়ারম্যান জুবের আহমদ, পরিচালনা পরিষদের সদস্য মো. ওয়াহিদুর রহমান বকুল, সহকারী প্রধান শিক্ষক মাসুম বাদশা, সাবেক চেয়ারম্যান মনসুর আলম, বিশিষ্ট ব্যক্তিত্ব কামরুজ্জামান দিপু প্রমুখ।