‘স্বপ্ন তাঁর সঙ্গি হল না, আফজাল হোসাইন

শহরটা ক্ষুধার্ত হয়ে উঠেছে। ভীষণ খিদে পেয়েছে তার। ভালো-মন্দের ভেদ নেই। মানুষের প্রতি এ শহরটা যেন ভারী বিরক্ত। মাঝে মাঝেই কেড়ে নিচ্ছে মানুষের ছেলেপুলে। অথচ সারাটা দিনজুড়ে কী ভীষণ কাজের তাড়া। রাস্তাজুড়ে ব্যস্ত কর্মযজ্ঞে। এক টুকরো ঢিলের জন্যও জায়গা ছেড়ে দেয় না। এরই মাঝখান দিয়ে রিকশা, সিএনজি, বাস, অফিস-আদালতে ছুটতে থাকা গাড়ি, বড় বড় বাস, সবই চলছে। থামছে, আবার চলছে, কিন্তু বড় কষ্টে সিলেট নগরীর কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি’র অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র মেহদি হাসান মাহিদ নিহত। আধ্যাত্মিক এ শহরে আর কত পরিবার তথা গোটা জাতির স্বপ্ন চূর্ণবিচূর্ণ ও ক্ষতবিক্ষত হবে।রাষ্ট্র কি এ দায় এড়াতে পারে? পুলিশরা এখন প্রধানমন্ত্রীর প্রোগ্রামেও বসে বসে মোবাইল টিপে।আমি বিশ্ববিদ্যালয় জীবনে খুব কাছে থেকে পুলিশের নীরব ভূমিকা দেখেছি, অনেক দূরে অবস্থান করে শুধু বাঁশি বাজায়।যখন সংঘর্ষে কেউ নিহত বা আহত হয় তখন এসে উদ্ধার করে নিয়ে যায়।বেতন ভাতা বৃদ্ধির কারণে এরা দিনদিন দায়িত্বে অবহেলার প্রমাণ দিয়েই যাচ্ছে (সবাই নয়)।  আর কত! আর কত বোনের মৃত্যুর খবর আমাদের শুনতে হবে? প্রতিদিনই পত্রিকার পাতায় হয়তো আমার নয়তো অন্য কারো বোনের শরীর নিয়ে পাশবিক নির্যাতনের খবর পড়তে হয়। এই আমার ধরিত্রী! যে ধরিত্রীর বুকে আমার বোন অথবা মা নিরাপদ নয় তাকে কি পৃথিবী বলে। এটা পৃথিবী হতে পারে না। পৃথিবীতে তো মানুষের বাস। সেখানে এত অমানুষিক কাজ কখনো হতে পারে আমার বোধগম্য হয় না। আজ সোমবারে যখন টিভির সংবাদ শুনি তখন শুনতে পেলাম ঢাকায় যাওয়ার পথে রবিবার দিবাগত রাতে সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালাম খুন হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র। সেই আমার তোমার সবার  ছোট্ট ভাইটি  মারা গেছে। তখন বড় ইচ্ছা হয়েছিল এখনই এই পৈশাচিক পৃথিবী ছেড়ে চিরবিদায় নেই। কিন্তু মানুষ চাইলেই তো অনেক কিছুই পারে না। গতকাল ছিল ২৫ মার্চ কালোরত যা রাত পোহালেই স্বাধীনতা  স্বপ্ন আর তাঁর যাবে সঙ্গি হলনা হায়রে সেুলকাস কি বিচিত্র এই পৃথিবী মোটকথা, আমরা জানি বাংলাদেশের আইন শৃঙখলা বাহিনী অনেক শক্তিশালী। পুলিশ চাইলে এসব ছিনতাইকারীকে সমূলে উৎপাটন করা সম্ভব।সময় এসেছে জেগে উঠার।

লেখক 

মো.আফজাল হুসাইন

প্রভাষক: সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ

সাবেক শিক্ষার্থী:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এ বিভাগের অন্যান্য