ফের আধুনিক শাড়িতে শিল্পার চমক
প্রতিনিয়ত নিত্যনতুন আধুনিক ঢঙের শাড়ি পরে অনেককেই চমকে দিচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার বিভিন্ন সময়ের শাড়ি পরার স্টাইল দেখলেই বোঝা যায় কতটা শাড়িপ্রেমী তিনি।
সম্প্রতি ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি অনুষ্ঠান ‘সুপার ড্যান্স’-এ মেরুন রঙের এক শাড়ি পরে নজর কাড়েন শিল্পা। তার এই জমকালো শাড়িটি ছিল গাউন আর শাড়ির মিশ্রণের এক ভিন্নধর্মী হাল ফ্যাশনের শাড়ি। ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার নকশা করা শাড়ির চমকে শিল্পাকে দেখাচ্ছিল আরও বেশি আবেদনময়ী।
সম্প্রতি ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি অনুষ্ঠান ‘সুপার ড্যান্স’-এ বলিউড তারকা বরুণ ধাবান ও শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানের দিন এই গাউন শাড়ির সঙ্গে শিল্পা তার ঢেউ খেলানো চুল রেখেছিলেন খোলা। সেই সঙ্গে চোখের মেকআপ করেছিলেন কালো। তবে শাড়ির রঙের সঙ্গে ঠোঁটের লিপস্টিকের রংটি ছিল মেরুন। হাত আর গলার গহনাতেও ছিল কিঞ্চিৎ মেরুন রঙের প্রাধান্য।
৫ মার্চ, ২০১৮ সালে কালো শাড়ির সঙ্গে হালকা সবুজ রঙের দুল আর ব্রেসলেট পরেন শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত
১৯ ফেব্রুয়ারি, ২০১৮ সালে হালকা সবুজ পাতার রঙের শাড়ি ও পাজামা মিশ্রণের পোশাকের সঙ্গে মিল রেখে শিল্পার জুতাতে স্থান পেয়েছিল ফুল-পাতার নকশা। ছবি: সংগৃহীত
আধুনিক সব নকশা নিয়ে ডিজাইন করা শাড়ি পরতে একটু বেশিই ভালোবাসেন শিল্পা শেঠি। ইদানীং তাই তার সব শাড়িতেই খুঁজে পাওয়া যায় আধুনিকতার বৈচিত্র্য।