সাগরনাল উচ্চ বিদ্যালয়ে আনন্দ র্যালী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারেরর আমলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল দেশে উন্নীত হওয়ায় ২২মার্চ বৃহস্পতিবারে এ উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাস্থ সাগরনাল উচ্চ বিদ্যালযের আয়োজনে- এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়,বিদ্যালয় চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষক,শিক্ষার্থীগণ এক আলোচনা সভায় মিলিত হন।সহকারি শিক্ষক মিফতাহ আহমেদ লিটনের সঞ্চালনায় সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র শর্মা,জবা রানী চাষা,মোঃসিরাজ উদ্দিন,আশরাফ আহমেদ,সাইফুল ইসলাম,উপস্থিত ছিলেন লায়লী আক্তার,নিত্যানন্দ বর,হারুনুর রশীদ,জয়নাল আবেদীন,নয়নমণি সিংহ,জিয়াউল হক,জসিম আহমদ,জায়দা আক্তার,কামাল উদ্দিন প্রমুখ।